২ রাজাবলি 15:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 পেকহের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত ও সমস্ত কার্যের বিবরণ, দেখ, ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 পেকহের অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও সমস্ত কাজের বিবরণ, দেখ, ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 পেকহের রাজত্বের অন্যান্য সব ঘটনা, এবং তিনি যা যা করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 পেকাহ্-র সমস্ত কার্যবিবরণ ‘ইসরায়েলের রাজকাহিনীতে’ লেখা আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 পেকহের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কার্য্যের বিবরণ, দেখ, ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 পেকহ যা কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সে সবই ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে। অধ্যায় দেখুন |