Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ রাজাবলি 15:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 সখরিয়ের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত, দেখ, ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 জাকারিয়ার অবশিষ্ট কাজের বৃত্তান্ত, দেখ, ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস পুস্তকে লেখা আছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 সখরিয়ের রাজত্বের অন্যান্য সব ঘটনার বিবরণ ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা আছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 ‘ইসরায়েল রাজকাহিনী’তে সখরিয়ের অন্যান্য কার্যবিবরণ লেখা আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 সখরিয়ের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, দেখ, ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 সখরিয় আর যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সে সব ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে।

অধ্যায় দেখুন কপি




২ রাজাবলি 15:11
6 ক্রস রেফারেন্স  

যারবিয়ামের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত এবং সমস্ত কার্য, তিনি সবিক্রমে কিরূপে যুদ্ধ করিলেন, এবং যিহূদার [পুরাতন অধিকার] দম্মেশক ও হমাৎ পুনর্বার কিরূপে ইস্রায়েলের হস্তগত করিলেন, এই সকল কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?


পরে যাবেশের পুত্র শল্লুম তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিলেন, ও লোকদের সম্মুখে তাঁহাকে আঘাত করিয়া বধ করিলেন, এবং তাঁহার পদে রাজা হইলেন।


সদাপ্রভু যেহূকে এই কথা বলিয়াছিলেন, চতুর্থ পুরুষ পর্যন্ত তোমার বংশ ইস্রায়েলের সিংহাসনে বসিবে; তাহা সফল হইল।


যারবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত, তিনি কিরূপে যুদ্ধ করিলেন, ও কিরূপে রাজত্ব করিলেন, দেখ, তাহার বিবরণ ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।


অহসিয়ের কৃত অবশিষ্ট কর্মের বৃত্তান্ত ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?


শল্লুমের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত ও তাঁহার কৃত চক্রান্ত, দেখ, ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন