২ রাজাবলি 14:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তথাপি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন হইল না; লোকেরা তখনও উচ্চস্থলীতে বলিদান করিত ও ধূপ জ্বালাইত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তবুও সমস্ত উচ্চস্থলী উচ্ছিন্ন হল না; লোকেরা তখনও উচ্চস্থলীতে কোরবানী করতো ও ধূপ জ্বালাত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলি অবশ্য সরানো হয়নি; লোকজন তখনও সেখানে বলি উৎসর্গ করত ও ধূপ জ্বালাতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 দেবপূজার পীঠস্থানগুলি তিনি ধ্বংস করেন নি। প্রজারা আগের মতই সেইসব স্থানে হোমবলি উৎসর্গ করত, ধূপ-ধুনো দিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তথাপি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন হইল না; লোকেরা তখনও উচ্চস্থলীতে বলিদান করিত ও ধূপ জ্বালাইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তিনি মূর্ত্তির উচ্চস্থানগুলি ধ্বংস করেন নি। এমনকি তাঁর রাজত্ব কালেও সেখানে লোকেরা বলিদান করত ও ধুপধূনো দিত। অধ্যায় দেখুন |