২ রাজাবলি 11:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 এবং তৃতীয়াংশ ধাবক সৈন্যের পশ্চাতে, দ্বারে থাকিবে; এইরূপে তোমরা আক্রমণ নিবারণার্থে গৃহের প্রহরীকার্য করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তৃতীয়াংশ সূরদ্বারে থাকবে; এবং তৃতীয়াংশ ধাবক সৈন্যের পিছনে দ্বারে থাকবে; এভাবে তোমরা আক্রমণ প্রতিহত করার জন্য রাজপ্রাসাদের প্রহরীর কাজ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 এক-তৃতীয়াংশ থাকবে সূর-দুয়ারে, এবং এক-তৃতীয়াংশ থাকবে সেই রক্ষীর পিছন দিকের দুয়ারে, যে মন্দির পাহারা দেওয়ার জন্য ঘুরতে থাকে— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 (আর এক তৃতীয়াংশ লোক সুর-দ্বারে থাকবে এবং বাকী এক তৃতীয়াংশ লোক থাকবে সদর-দ্বারে প্রহরীদলের পিছনে।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 এবং তৃতীয়াংশ ধাবক সৈন্যের পশ্চাতে দ্বারে থাকিবে; এইরূপে তোমরা আক্রমণ নিবারণার্থে গৃহের প্রহরীকার্য্য করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 আর এক-তৃতীয়াংশ সূর দরজার কাছে থাকবে। আর বাকি এক-তৃতীয়াংশ দরজার কাছে প্রহরীদের পেছনে দাঁড়িয়ে থাকবে। অধ্যায় দেখুন |