২ রাজাবলি 11:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 কিন্তু যোরাম রাজার কন্যা, অহসিয়ের ভগিনী যিহোশেবা, অহসিয়ের পুত্র যোয়াশকে লইয়া, নিহত রাজপুত্রদের মধ্য হইতে চুরি করিয়া, তাঁহার ধাত্রীর সহিত শয্যাগারে রাখিলেন; তাঁহারা অথলিয়া হইতে তাঁহাকে লুকাইলেন, এই জন্য তিনি হত হন নাই; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 কিন্তু বাদশাহ্ যোরামের কন্যা অহসিয়ের বোন যিহোশেবা, রাজপুত্রদের মধ্য থেকে অহসিয়ের পুত্র যোয়াশকে চুরি করে নিয়ে গিয়ে তাঁর ধাত্রীর সঙ্গে একটা শোবার ঘরে রাখলেন; তাঁরা অথলিয়ার কাছ থেকে তাঁকে লুকিয়ে রাখার ফলে তিনি মারা পড়েন নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 কিন্তু রাজা যিহোরামের মেয়ে ও অহসিয়ের বোন যিহোশেবা অহসিয়ের ছেলে যোয়াশকে সেই রাজপুত্রদের মধ্যে থেকে চুরি করে এনেছিলেন, যাদের অথলিয়া হত্যা করতে যাচ্ছিলেন। তিনি যোয়াশকে অথলিয়ার হাত থেকে বাঁচানোর জন্য তাকে ও তার ধাত্রীকে শোবার ঘরে লুকিয়ে রেখেছিলেন; তাই তাকে হত্যা করা যায়নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 হত্যাকাণ্ড চরমে উঠেছে। তারই এক ফাঁকে রাজা যিহোরামের কন্যা এবং রাজা অহসিয়র সৎ-বোন যিহোশেবা যোয়াশকে উদ্ধার করে নিয়ে গেলেন এবং মন্দিরের একটি গোপন শয়ন কক্ষে তাঁকে ও তাঁর ধাত্রীকে অথলিয়ার চোখের আড়ালে লুকিয়ে রাখলেন। অহসিয়ের পুত্র একমাত্র যোয়াশ বেঁচে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 কিন্তু যোরাম রাজার কন্যা, অহসিয়ের ভগিনী যিহোশেবা, অহসিয়ের পুত্র যোয়াশকে লইয়া, নিহত রাজপুত্রদের মধ্য হইতে চুরি করিয়া, তাঁহার ধাত্রীর সহিত শয্যাগারে রাখিলেন; তাঁহারা অথলিয়া হইতে তাঁহাকে লুকাইলেন, এই জন্য তিনি হত হন নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 যিহোশেবা ছিলেন রাজা যোরামের কন্যা, অহসিয়ের বোন। তিনি যখন দেখলেন সমস্ত রাজপুত্রদের হত্যা করা হচ্ছে, তখন অহসিয়ের এক পুত্র যোয়াশকে নিয়ে একটা শয়ন ঘরে একজন পরিষেবিকার সঙ্গে তাকে লুকিয়ে রাখলেন। অতএব তাঁরা যোয়াশকে অথলিয়ার কাছ থেকে লুকিয়ে রাখলেন এবং এইভাবে সে নিহত হল না। অধ্যায় দেখুন |