২ রাজাবলি 10:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 পরে একজন দূত আসিয়া তাঁহাকে সংবাদ দিয়া কহিল, রাজকুমারদের মুণ্ডু সকল আনা হইয়াছে। তিনি কহিলেন, দ্বার-প্রবেশের স্থানে দুই রাশি করিয়া সেইগুলি প্রাতঃকাল পর্যন্ত রাখ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পরে এক জন দূত এসে তাঁকে সংবাদ দিয়ে বললো, রাজকুমারদের ছিন্ন মুণ্ডুগুলো আনা হয়েছে। তিনি বললেন, নগর-দ্বারের প্রবেশ স্থানে দুই সারি করে সেগুলো সকাল পর্যন্ত রাখ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 একজন দূত সেখানে পৌঁছে যেহূকে বলল, “রাজপুত্রদের মুণ্ডুগুলি আনা হয়েছে।” তখন যেহূ আদেশ দিলেন, “সকাল পর্যন্ত সেগুলি দুটি স্তূপে ভাগ করে নগরের সিংহদরজার মুখে সাজিয়ে রাখো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 আহাবের বংশধরদের মুণ্ড আনার সংবাদ পেয়ে যেহু সেগুলিকে নগরদ্বারের দুদিকে ঢিবি করে পরের দিন সকাল পর্যন্ত রেখে দেওয়ার আদেশ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে এক জন দূত আসিয়া তাঁহাকে সংবাদ দিয়া কহিল, রাজকুমারদের মুণ্ড সকল আনা হইয়াছে। তিনি কহিলেন, দ্বারপ্রবেশের স্থানে দুই রাশি করিয়া সেগুলি প্রাতঃকাল পর্য্যন্ত রাখ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 বার্তাবাহক এসে যেহূকে খবর দিল, “তারা রাজপুত্রদের মুণ্ডুগুলো নিয়ে এসেছে!” তখন যেহূ বললেন, “ঐ কাটা মুণ্ডুগুলো কাল সকাল পর্যন্ত শহরের ফটকে দুটো গাদা করে সাজিয়ে রাখ।” অধ্যায় দেখুন |