Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 8:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 পরে শলোমন হমাৎ-সোবাতে গিয়া তাহা বশীভূত করিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পরে সোলায়মান হমাৎ-সোবাতে গিয়ে তা বশীভূত করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 শলোমন পরে হমাৎ-সোবাতে গিয়ে সেটি অধিকার করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হমাত ও সোবাহ্ অঞ্চল তিনি অধিকার করলেন এবং

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরে শলোমন হমাৎ-সোবাতে গিয়া তাহা বশীভূত করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 অতঃপর তিনি সোবাতের হমাৎ দখল করেন।

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 8:3
9 ক্রস রেফারেন্স  

আর যে সময়ে সোবার রাজা হদরেষর ফরাৎ নদীর নিকটে আপন কর্তৃত্ব স্থাপন করিতে যান, সেই সময়ে দায়ূদ হমাতে তাঁহাকে আঘাত করেন।


আর যে সময়ে সোবার রাজা রহোবের পুত্র হদদেষর ফরাৎ নদীর নিকটে আপন কর্তৃত্ব পুনরায় স্থাপন করিতে যান, তৎকালে দায়ূদ তাঁহাকে আঘাত করেন।


হোর পর্বত হইতে হমাতের প্রবেশস্থান লক্ষ্য করিবে। তথা হইতে সেই সীমা সদাদ পর্যন্ত বিস্তৃত হইবে।


তাঁহারা যাত্রা করিয়া সীন প্রান্তর অবধি হমাতের প্রবেশ স্থানে স্থিত রহোব পর্যন্ত সমস্ত দেশ নিরীক্ষণ করিলেন।


যারবিয়ামের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত এবং সমস্ত কার্য, তিনি সবিক্রমে কিরূপে যুদ্ধ করিলেন, এবং যিহূদার [পুরাতন অধিকার] দম্মেশক ও হমাৎ পুনর্বার কিরূপে ইস্রায়েলের হস্তগত করিলেন, এই সকল কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?


তৎপরে, হূরম শলোমনকে যে যে নগর দিয়াছিলেন, শলোমন সেইগুলি পুনর্নির্মাণ করিয়া সেই স্থানে ইস্রায়েল-সন্তানদিগকে বাস করাইলেন।


আর তিনি প্রান্তরে তদ্‌মোর নগর নির্মাণ করিলেন, এবং হমাতে সমস্ত ভাণ্ডার-নগর নির্মাণ করিলেন।


হমাতের রাজা, অর্পদের রাজা এবং সফর্বয়িম নগরের, হেনার ও ইব্বার রাজা কোথায়?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন