২ বংশাবলি 6:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তুমি তোমার দাস আমার পিতা দায়ূদের কাছে যাহা প্রতিজ্ঞা করিয়াছিলে, তাহা পালন করিয়াছ, যাহা আপন মুখে বলিয়াছিলে, তাহা আপন হস্ত দ্বারা সিদ্ধ করিয়াছ, যেমন অদ্য দেখা যাইতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তুমি তোমার গোলাম আমার পিতা দাউদের কাছে যা ওয়াদা করেছিলে, তা পালন করেছ, যা নিজের মুখে বলেছিলে, তা তুমি সিদ্ধ করেছ, যেমন আজ দেখা যাচ্ছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 আমার বাবা, তথা তোমার দাস দাউদের কাছে করা প্রতিজ্ঞাটি তুমি পূরণ করেছ; নিজের মুখেই তুমি সেই প্রতিজ্ঞাটি করলে এবং নিজের হাতেই তুমি তা রক্ষাও করেছ—যেমনটি কি না আজ দেখা যাচ্ছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তোমার সেবক, আমার পিতা দাউদকে তুমি স্বয়ং যে প্রতিশ্রুতি দিয়েছিলে, আজ তুমি অক্ষরে অক্ষরে সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তুমি তোমার দাস আমার পিতা দায়ূদের কাছে যাহা প্রতিজ্ঞা করিয়াছিলে, তাহা পালন করিয়াছ, যাহা আপন মুখে বলিয়াছিলে, তাহা আপন হস্ত দ্বারা সিদ্ধ করিয়াছ, যেমন অদ্য দেখা যাইতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 আমার পিতা দায়ূদকে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে আজ তাকে তুমি সত্যে পরিণত করে বাস্তবায়িত করেছো। অধ্যায় দেখুন |