২ বংশাবলি 4:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আর শলোমন এই যে সকল পাত্র নির্মাণ করিলেন, তাহা প্রচুর, কেননা পিত্তলের পরিমাণ নির্ণয় করা গেল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর সোলায়মান এই যেসব পাত্র নির্মাণ করলেন, তা প্রচুর, কেননা ব্রোঞ্জের পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 শলোমন এই যেসব জিনিসপত্র তৈরি করলেন, সেগুলি পরিমাণে এত বেশি হল যে ব্রোঞ্জের ওজন হিসেব করে রাখা যায়নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সংখ্যায় অনেক হওয়ার জন কেউ আর এগুলিকে ওজন করার প্রয়োজন মনে করে নি। সুতরাং এগুলির জন্য কত পরিমাণ ব্রোঞ্জ লেগেছিল, তা আর নির্ধারণ করা যায় নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর শলোমন এই যে সকল পাত্র নির্ম্মাণ করিলেন, তাহা প্রচুর, কেননা পিত্তলের পরিমাণ নির্ণয় করা গেল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 শলোমনের তৈরী পিতলের জিনিষগুলো এত বেশি ছিল যে কতখানি পিতল ব্যবহার করা হয়েছিল কেউ তার পরিমাপ করবার চেষ্টা করেনি। অধ্যায় দেখুন |