২ বংশাবলি 4:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 রাজা যর্দনের অঞ্চলে সুক্কোৎ ও সরেদার মধ্যস্থিত কর্দমভূমিতে তাহা ঢালাইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 বাদশাহ্ জর্ডানের অঞ্চলে সুক্কোৎ ও সরেদার মধ্যস্থিত কাদা মাটিতে তা ঢালাই করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 জর্ডন-সমভূমিতে সুক্কোৎ ও সর্তনের মাঝামাঝি এক স্থানে মাটির ছাঁচে করে রাজা সেগুলি ঢালাই করিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 সুক্কোত ও সেরেদাহ্-এর মাঝখানে জর্ডনের উপত্যকায় ঢালাই কারখানায় রাজা শলোমন এইগুলি তৈরী করিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 রাজা যর্দ্দনের অঞ্চলে সুক্কোৎ ও সরেদার মধ্যস্থিত কর্দ্দমভূমিতে তাহা ঢালাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 রাজা প্রথমে এই জিনিষগুলিকে মাটির ছাঁচে ফেলেছিলেন। মাটির ছাঁচ তৈরী হত যর্দন উপত্যকায় সুক্কোৎ ও সরেদার মধ্যবর্তী অঞ্চলে। অধ্যায় দেখুন |