Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 36:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

8 যিহোয়াকীমের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত, তাঁহার কৃত ঘৃণার্হ ক্রিয়া সকল ও তাঁহার মধ্যে যাহা পাওয়া গিয়াছিল, দেখ, সেই সকল ইস্রায়েলের ও যিহূদার রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে। পরে তাঁহার পুত্র যিহোয়াখীন তাঁহার পদে রাজা হইলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 যিহোয়াকীমের অবশিষ্ট কাজের বৃত্তান্ত, তাঁর করা ঘৃণার সমস্ত কাজ ও তাঁর মধ্যে যা পাওয়া গিয়েছিল, দেখ, সেই সকল ইসরাইল ও এহুদার বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে লেখা আছে। পরে তাঁর পুত্র যিহোয়াখীন তাঁর পদে বাদশাহ্‌ হলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 যিহোয়াকীমের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, যেসব ঘৃণ্য কাজ তিনি করলেন এবং তাঁর বিরুদ্ধে যা কিছু বলা যেতে পারে, সেসব ইস্রায়েল ও যিহূদার রাজাদের পুস্তকে লেখা আছে। তাঁর ছেলে যিহোয়াখীন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 যিহোয়াকিমের সমস্ত কর্মের বৃত্তান্ত তাঁর ঘৃণ্য ক্রিয়াকলাপ ও দুষ্কর্মের বিবরণ ইসরায়েল ও যিহুদীয়ার রাজবংশের ইতিহাসে লিপিবদ্ধ আছে। যিহোয়াকিমের পর যিহোয়াখিন রাজা হন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 যিহোয়াকীমের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, তাঁহার কৃত ঘৃণার্হ ক্রিয়া সকল ও তাঁহার মধ্যে যাহা পাওয়া গিয়াছিল, দেখ, সে সকল ইস্রায়েলের ও যিহূদার রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে। পরে তাঁহার পুত্র যিহোয়াখীন তাঁহার পদে রাজা হইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 যিহোয়াকীম আর যা কিছু করেছিলেন তাঁর সমস্ত জঘন্য পাপ আচরণের কথা ইস্রায়েল ও যিহূদার রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে। যিহোয়াকীমের পর তাঁর জায়গায় তাঁর পুত্র যিহোয়াখীন নতুন রাজা হলেন।

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 36:8
6 ক্রস রেফারেন্স  

এই কনিয় কি তুচ্ছ ভগ্ন পাত্র? এ কি অপ্রীতিজনক পাত্র? এই ব্যক্তি ও ইহার বংশ কেন বহিষ্কৃত হইয়াছে? তাহাদের অজ্ঞাত দেশে কেন নিক্ষিপ্ত হইয়াছে?


সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ কনিয় আমার দক্ষিণ হস্তস্থিত মোহরের তুল্য হইলেও আমি তোমাকে তথা হইতে ফেলিয়া দিব।


অমৎসিয়ের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত আদ্যোপান্ত, দেখ, যিহূদার ও ইস্রায়েলের রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন