২ বংশাবলি 36:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 পরে মিসর-রাজ যিরূশালেমে তাঁহাকে পদচ্যুত করিয়া দেশের একশত তালন্ত রৌপ্য ও এক তালন্ত স্বর্ণ অর্থদণ্ড নির্ধারণ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 পরে মিসরের বাদশাহ্ জেরুশালেমে তাঁকে পদচ্যুত করে দেশের এক শত তালন্ত রূপা ও এক তালন্ত সোনা অর্থদণ্ড নির্ধারণ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 মিশরের রাজা জেরুশালেমে তাঁকে সিংহাসনচ্যূত করলেন এবং যিহূদার উপর একশো তালন্ত রুপো ও এক তালন্ত সোনা কর ধার্য করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 মিশররাজ নেকো তাঁকে বন্দী করে নিয়ে যান এবং একশো তালন্ত রূপো ও এক তালন্ত সোনা কর রূপে ধার্য করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 পরে মিসর-রাজ যিরূশালেমে তাঁহাকে পদচ্যুত করিয়া দেশের এক শত তালন্ত রৌপ্য ও এক তালন্ত স্বর্ণ অর্থদণ্ড নির্দ্ধারণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তারপর মিশরের রাজা নখো এসে যিহোয়াহসকে বন্দী করেন। তিনি যিহূদার লোকেদের 3 3/4 টন রূপো ও 75 পাউণ্ড সোনা কর হিসেবে দিতে বাধ্য করেন। অধ্যায় দেখুন |