২ বংশাবলি 35:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 পরে যোশিয় প্রজাদিগকে, উপস্থিত সকলকে, পাল হইতে কেবল নিস্তারপর্বীয় বলির জন্য সংখ্যায় ত্রিশ সহস্র মেষবৎস ও ছাগবৎস, এবং তিন সহস্র বৃষ দিলেন; এই সকলই রাজার সম্পত্তি হইতে প্রদত্ত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 পরে ইউসিয়া লোকদের, উপস্থিত সকলকে, পাল থেকে কেবল ঈদুল ফেসাখের কোরবানীর জন্য সংখ্যায় ত্রিশ হাজার ভেড়ার বাচ্চা ও ছাগলের বাচ্চা এবং তিন হাজার ষাঁড় দিলেন; এই সবই বাদশাহ্র সম্পত্তি থেকে দেওয়া হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সেখানে উপস্থিত সব সাধারণ লোকজনের জন্য নিস্তারপর্বীয় নৈবেদ্যরূপে যোশিয় মোট 30,000 মেষশাবক ও ছাগল দিলেন এবং তিন হাজার গবাদি পশুও দিলেন—এসবই দেওয়া হল রাজার নিজের বিষয়সম্পত্তি থেকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 রাজা যোশিয় নিজের পশুপাল থেকে প্রজাদের আহারের জন্য ত্রিশ হাজার মেষ, মেষশাবক ও ছাগ বৎস এবং তিন হাজার বৃষ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 পরে যোশিয় প্রজাদিগকে, উপস্থিত সকলকে, পাল হইতে কেবল নিস্তারপর্ব্বীয় বলির জন্য সংখ্যায় ত্রিশ সহস্র মেষবৎস ও ছাগবৎস, এবং তিন সহস্র বৃষ দিলেন; এ সকলই রাজার সম্পত্তি হইতে প্রদত্ত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 নিস্তারপর্বে বলি দেবার জন্য যোশিয় ইস্রায়েলের লোকদের নিজের গবাদি পশু থেকে 30,000 ছাগল ও মেষ ছাড়াও আরো 3000 ষাঁড় দিয়েছিলেন। অধ্যায় দেখুন |