২ বংশাবলি 35:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 যোশিয়ের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত ও সদাপ্রভুর ব্যবস্থায় লিখিত বাক্যানুযায়ী তাঁহার সাধুকার্য সকল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 ইউসিয়ার অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও মাবুদের শরীয়তে লেখা কালাম অনুযায়ী তাঁর সমস্ত মহৎ কাজ, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 যোশিয়ের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা ও সদাপ্রভুর বিধানে যা লেখা আছে, তার সাথে সামঞ্জস্য রেখে তিনি নিষ্ঠাসহকারে যা যা করলেন— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 রাজা যোশিয়র সমস্ত কার্য-বিবরণী, প্রভু পরমেশ্বরের প্রতি তাঁর অচলা ভক্তি, বিধান পুস্তকে লেখা সমস্ত অনুশাসন ও বিধি-বিধান পালন এবং অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 যোশিয়ের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ও সদাপ্রভুর ব্যবস্থায় লিখিত বাক্যানুযায়ী তাঁহার সাধুকার্য্য সকল, এবং তাঁহার বৃত্তান্ত আদ্যোপান্ত, দেখ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26-27 রাজা যোশিয় তাঁর রাজত্বের প্রথম থেকে শেষাবধি আর যা কিছু করেছিলেন সে সবই ইস্রায়েল ও যিহূদার রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে। এই গ্রন্থ থেকে প্রভুর প্রতি তাঁর ভক্তি ও নিষ্ঠা এবং তিনি কিভাবে প্রভুকে অনুসরণ করেছিলেন সে কথাও জানা যায়। অধ্যায় দেখুন |