২ বংশাবলি 35:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 পরে ধনুর্ধরেরা যোশিয় রাজাকে বাণ মারিল; তখন রাজা আপন দাসদিগকে কহিলেন, আমাকে লইয়া যাও, কেননা আমি অত্যন্ত আহত হইয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 পরে তীরন্দাজেরা বাদশাহ্ ইউসিয়াকে তীর মারল; তখন বাদশাহ্ তাঁর লোকদেরকে বললেন, আমাকে নিয়ে যাও, কেননা আমি গুরুতর আহত হয়েছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তিরন্দাজরা রাজা যোশিয়ের দিকে তির ছুঁড়েছিল, এবং তিনি তাঁর কর্মকর্তাদের বললেন, “আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও; আমি মারাত্মকভাবে জখম হয়েছি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 যুদ্ধক্ষেত্রে মিশরী সেনার তীক্ষ্ণবাণে রাজা যোশিয় বিদ্ধ হলেন তিনি তাঁর সেবকদের বললেন, আমাকে নিয়ে চল। আমি গুরুতরভাবে আহত হয়েছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 পরে ধনুর্দ্ধরেরা যোশিয় রাজাকে বাণ মারিল; তখন রাজা আপন দাসদিগকে কহিলেন, আমাকে লইয়া যাও, কেননা আমি অত্যন্ত আহত হইয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 যখন তীরন্দাজরা রাজা যোশিয়কে বিদ্ধ করল, তিনি তাঁর ভৃত্যদের বললেন, “আমাকে দ্রুত সরিয়ে নিয়ে চলো, আমি গুরুতরভাবে জখম হয়েছি।” অধ্যায় দেখুন |