২ বংশাবলি 35:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 এই সকলের পরে, যোশিয় মন্দির ঠিক করিলে পর, মিসর-রাজ নখো ফরাৎ নদীর নিকটস্থ কর্কমীশের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য আসিতেছিলেন, আর যোশিয় তাঁহার বিরুদ্ধে যাত্রা করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 ইউসিয়া এবাদতখানার সমস্ত কাজ শেষ করার পর, মিসরের বাদশাহ্ নখো ফোরাত নদীর নিকটস্থ কর্কমীশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছিলেন, আর ইউসিয়া তার বিরুদ্ধে যাত্রা করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 এসব কিছু হয়ে যাওয়ার পর, যোশিয় যখন মন্দিরের বেহাল দশা ঠিক করে দিলেন, তখন মিশরের রাজা নখো ইউফ্রেটিস নদীতীরে কর্কমীশে যুদ্ধ করতে গেলেন, এবং যোশিয় তাঁর মুখোমুখি হওয়ার জন্য যুদ্ধযাত্রা করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 মন্দিরের সমস্ত কাজ শেষ হয়ে গেলে মিশররাজ নেকো ইউফ্রেটিস নদীর তীরে কার্কেমিস-এ সৈন্য সমাবেশ করলেন। যোশিয় তাঁকে থামাতে চেষ্টা করেছিলেন কিন্তু অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 এই সকলের পরে, যোশিয় মন্দির ঠিক করিলে পর, মিসর-রাজ নখো ফরাৎ নদীর নিকটস্থ কর্কমীশের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য আসিতেছিলেন, আর যোশিয় তাঁহার বিরুদ্ধে যাত্রা করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 যোশিয় এই সবকিছু করার পরে মিশররাজ নখো ফরাৎ নদীর তীরবর্তী কর্কমীশ শহরের বিরুদ্ধে যুদ্ধ করতে এলেন, এবং যোশিয় তাঁর বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলেন। অধ্যায় দেখুন |