Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 35:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 পরে যোশিয় যিরূশালেমে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করিলেন, লোকেরা প্রথম মাসের চতুর্দশ দিনে নিস্তারপর্বের বলি হনন করিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে ইউসিয়া জেরুশালেমে মাবুদের উদ্দেশে ঈদুল ফেসাখ পালন করলেন, লোকেরা প্রথম মাসের চতুর্দশ দিনে ঈদুল ফেসাখের ভেড়া জবেহ্‌ করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 যোশিয় জেরুশালেমে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করলেন, এবং প্রথম মাসের চতুর্দশতম দিনে নিস্তারপর্বের মেষশাবক বধ করা হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 প্রভু পরমেশ্বরের সম্মানে রাজা যোশিয় জেরুশালেমে তারণোৎসব পালন করলেন। প্রথম মাসের চোদ্দ তারিখে উৎসবের জন্য তারা পশুবলি দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে যোশিয় যিরূশালেমে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করিলেন, লোকেরা প্রথম মাসের চতুর্দ্দশ দিনে নিস্তারপর্ব্বের বলি হনন করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 রাজা যোশিয় জেরুশালেমে প্রভুর জন্য নিস্তারপর্ব উদ্‌যাপন করেছিলেন। প্রথম মাসের 14 দিনে তারা নিস্তারপর্বের মেষটি বলিদান করে।

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 35:1
9 ক্রস রেফারেন্স  

আর এই মাসের চতুর্দশ দিন পর্যন্ত রাখিবে; পরে ইস্রায়েল-মণ্ডলীর সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটি হনন করিবে।


এই মাসের চতুর্দশ দিবসের সন্ধ্যাকালে যথাসময়ে তোমরা তাহা পালন করিও, পর্বের সমস্ত বিধি ও শাসন অনুসারে তাহা পালন করিবে।


পরে প্রথম মাসের চতুর্দশ দিনে বন্দিদশা হইতে আগত লোকেরা নিস্তারপর্ব পালন করিল।


প্রথম মাসের চতুর্থ দিবসে তোমাদের নিস্তারপর্ব হইবে, তাহা সাত দিনের উৎসব; তাড়ীশূন্য রুটি খাইতে হইবে।


আর নিস্তারপর্বের বলি হনন কর ও আপনাদিগকে পবিত্র কর, এবং মোশি দ্বারা [কথিত] সদাপ্রভুর বাক্যমতে কার্য করণার্থে আপন ভ্রাতাদের জন্য আয়োজন কর।


আর নিস্তারপর্বীয় বলি সকল হত হইল, এবং যাজকগণ তাহাদের হস্ত হইতে রক্ত লইয়া প্রক্ষেপ করিল ও লেবীয়েরা পশুদের চর্ম খুলিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন