২ বংশাবলি 34:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 তাঁহারা সদাপ্রভুর গৃহে প্রাপ্ত সমস্ত টাকা একত্র করিয়া তত্ত্বাবধায়কদের ও কর্মকারীদের হস্তে দিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তাঁরা মাবুদের গৃহে পাওয়া সমস্ত টাকা একত্র করে তত্ত্বাবধায়ক ও কর্মকারীদের হাতে দিয়েছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সদাপ্রভুর মন্দিরে যে অর্থ রাখা ছিল, তা তারা বের করে এনে তত্ত্বাবধায়ক ও কর্মীদের হাতে তুলে দিয়েছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 মন্দিরে যে অর্থ রাখা ছিল, সেই অর্থ নিয়ে আমরা শ্রমিকদের ও তত্ত্বাধায়কদের দিয়েছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তাঁহারা সদাপ্রভুর গৃহে প্রাপ্ত সমস্ত টাকা একত্র করিয়া তত্ত্বাবধায়কদের ও কর্ম্মকারীদের হস্তে দিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 প্রভুর মন্দিরে যে অর্থ সংগ্রহ করা হয়েছিল তা দিয়ে ঠিকাদার আর মিস্ত্রিদের মজুরি দেওয়া হয়েছে।” অধ্যায় দেখুন |