২ বংশাবলি 32:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আর তিনি লোকদের উপরে সেনাপতিদিগকে নিযুক্ত করিলেন, এবং নগরদ্বারের চকে আপনার নিকটে তাহাদিগকে একত্র করিয়া এই চিত্ততোষক বাক্য কহিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর তিনি লোকদের উপর সেনাপতিদেরকে নিযুক্ত করলেন এবং নগরদ্বারের চকে তাঁর কাছে তাদেরকে একত্র করে এই উৎসাহজনক কথা বললেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 প্রজাদের উপর তিনি সেনাপতিদের নিযুক্ত করে দিলেন এবং নগরের সিংহদুয়ারের সামনের চকে তাদের একত্রিত করে এই কথা বলে তাদের উৎসাহ দিলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 নগরের সমস্ত লোককে তিনি সেনাপতিদের অধীনে নগরতোরণের কাছে উন্মুক্ত চত্বরে একত্র হতে আদেশ দিলেন। রাজা তাদের বললেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর তিনি লোকদের উপরে সেনাপতিদিগকে নিযুক্ত করিলেন, এবং নগরদ্বারের চকে আপনার নিকটে তাহাদিগকে একত্র করিয়া এই চিত্ততোষক বাক্য কহিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6-7 যুদ্ধের সৈন্যাধ্যক্ষদের ওপর তিনি সাধারণ লোকদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন। তিনি শহরের প্রবেশ পথে এই সমস্ত সৈন্যাধ্যক্ষদের সঙ্গে দেখা করে তাদের উৎসাহ দিয়ে বললেন, “শক্তিশালী এবং সাহসী হও। অশূররাজের বিশাল সেনাবাহিনীর কথা ভেবে ভয় পাবার কোনো কারণ নেই। অশূররাজের থেকেও বড় শক্তি আমাদের সঙ্গে আছে। অধ্যায় দেখুন |