২ বংশাবলি 32:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 পৃথিবীস্থ জাতিগণের যে দেবগণ মনুষ্যহস্ত-নির্মিত, তাহাদের বিষয়ে কথা কহিবার ন্যায় তাহারা যিরূশালেমের ঈশ্বরের বিষয়ে কথা কহিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 দুনিয়ার জাতিদের যে দেবতারা মানুষের হাতের তৈরি, তাদের বিষয়ে কথা বলবার মত তারা জেরুশালেমের আল্লাহ্র বিষয়ে কথা বললো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 যারা মানুষের হাতে গড়া, জগতের অন্যান্য লোকজনের সেই দেবতাদের বিষয়ে তারা যেভাবে কথা বলল, জেরুশালেমের ঈশ্বরের বিষয়েও তারা সেভাবেই কথা বলল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 মানুষের হাতে গড়া অন্যান্য জাতির দেব প্রতিমাগুলি সম্পর্কে যে ভাবে তারা বলেছিল, ঠিক সেইভাবে জেরুশালেমের ঈশ্বর সম্বন্ধেও নানা কথা বলল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 পৃথিবীস্থ জাতিগণের যে দেবগণ মনুষ্যহস্ত-নির্ম্মিত, তাহাদের বিষয়ে কথা কহিবার ন্যায় তাহারা যিরূশালেমের ঈশ্বরের বিষয়ে কথা কহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 তারা জেরুশালেমের ঈশ্বর সম্পর্কেও এমনভাবে কথা বলল যেন তিনি অন্যান্য জাতির সেই সমস্ত দেবতাদের একজন যাদের মানুষ হাতে করে তৈরী করেছে। অধ্যায় দেখুন |