২ বংশাবলি 32:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আমি ও আমার পিতৃপুরুষেরা আমরা অন্যান্য দেশস্থ সমস্ত লোকসমাজের প্রতি যাহা করিয়াছি, তোমরা কি তাহা জান না? সেই সকল দেশের জাতিগণের দেবতারা কি কোন প্রকারে আমার হস্ত হইতে আপন আপন দেশ উদ্ধার করিতে সমর্থ হইয়াছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আমি ও আমার পূর্বপুরুষেরা আমরা অন্যান্য দেশস্থ সমস্ত লোক-সমাজের প্রতি যা করেছি, তোমরা কি তা জান না? সেসব দেশের জাতিদের দেবতারা কি কোনভাবে আমার হাত থেকে নিজ নিজ দেশ উদ্ধার করতে সমর্থ হয়েছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “তোমরা কি জানো না, আমি ও আমার পূর্বসূরিরা অন্যান্য দেশের সব প্রজার প্রতি কী করেছি? সেইসব দেশের দেবতারা কি আমার হাত থেকে তাদের দেশগুলি রক্ষা করতে পেরেছিল? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তোমরা কি জান না, আমার পূর্বপুরুষেরা ও আমি অন্যান্য জাতির লোকদের কি দশা করেছি? তাদের দেবতারা কি আসিরিয়ার সম্রাটের হাত থেকে তাদের রক্ষা করেছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আমি ও আমার পিতৃপুরুষেরা আমরা অন্যান্য দেশস্থ সমস্ত লোকসমাজের প্রতি যাহা করিয়াছি, তোমরা কি তাহা জান না? সেই সকল দেশের জাতিগণের দেবতারা কি কোন প্রকারে আমার হস্ত হইতে আপন আপন দেশ উদ্ধার করিতে সমর্থ হইয়াছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তোমরা সকলে নিশ্চয়ই জানো আমি ও আমার পূর্বপুরুষরা অন্যান্য রাজ্যের লোকদের কি অবস্থা করেছি। এমন কি ঐ সব দেশের দেবতারাও সেসব লোককে আমার হাত থেকে রক্ষা করতে পারেনি। অধ্যায় দেখুন |