২ বংশাবলি 31:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আর এক একজনের সমস্ত শিশু, স্ত্রী ও পুত্রকন্যাসুদ্ধ [তাহাদের] সমস্ত সমাজের বংশাবলি লেখা গিয়াছিল, কেননা তাহারা নিরূপিত কার্যে পবিত্রতায় আপনাদিগকে পবিত্র করিয়াছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর এক একজনের সমস্ত শিশু, স্ত্রী ও পুত্রকন্যাসুদ্ধ তাদের সমস্ত সমাজের খান্দাননামা লেখা হয়েছিল, কেননা তারা নির্ধারিত কাজে পবিত্রতায় তাদেরকে পবিত্র করেছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 এইসব বংশানুক্রমিক তালিকায় সমগ্র সমাজের যত শিশু, স্ত্রী, এবং ছেলেমেয়ের নাম নথিভুক্ত করা ছিল, তাদের সবাইকে তারা যুক্ত করলেন। কারণ ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করার ক্ষেত্রে তারা নিষ্ঠাবান ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তাঁদের স্ত্রী, সন্তান-সন্ততি এবং তাঁদের উপর পরিবারের নির্ভরশীল ব্যক্তিদের নাম তাঁদের সঙ্গে নথিবুক্ত করা হয়েছিল। কারণ যে কোন সময় তাঁদের পবিত্র কর্তব্য কর্ম সম্পাদন করার জন্য তৈরী থাকতে হত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর এক এক জনের সমস্ত শিশু, স্ত্রী ও পুত্রকন্যাশুদ্ধ [তাহাদের] সমস্ত সমাজের বংশাবলি লেখা গিয়াছিল, কেননা তাহারা নিরূপিত কার্য্যে পবিত্রতায় আপনাদিগকে পবিত্র করিয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 এমনকি লেবীয় পরিবারের স্ত্রী ও পুত্রকন্যারাও দানসামগ্রীর অংশবিশেষ লাভ করেছিলেন। পারিবারিক নথিপত্রে যে সমস্ত লেবীয় পরিবারের নাম ছিল তাঁরা কেউই এই অধিকার থেকে বঞ্চিত হননি। কারণ লেবীয়রা সব সময়েই একনিষ্ঠ ও পবিত্র মনে সেবার কাজের জন্য নিজেদের প্রস্তুত রাখতেন। অধ্যায় দেখুন |