২ বংশাবলি 30:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 এইরূপে যিরূশালেমে বড় আনন্দ হইল; কেননা ইস্রায়েল-রাজ দায়ূদের পুত্র শলোমনের সময়াবধি যিরূশালেমে এই প্রকার হয় নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 এভাবে জেরুশালেমে বড় আনন্দ হল; কেননা ইসরাইলের বাদশাহ্ দাউদের পুত্র সোলায়মানের পরে জেরুশালেমে এই রকম ঈদ পালন করা হয় নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 জেরুশালেমে আনন্দের হাট বসে গেল, কারণ ইস্রায়েলের রাজা দাউদের ছেলে শলোমনের সময়ের পর থেকে, জেরুশালেমে এরকম আর কিছু কখনও হয়নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 আনন্দে পূর্ণ হল জেরুশালেম নগরী কারণ রাজা দাউদের পুত্র রাজা শলোমনের রাজত্বকাল থেকে এ পর্যন্ত কোন দিন এমন সমারোহ ঘটে নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 এইরূপে যিরূশালেমে বড় আনন্দ হইল; কেননা ইস্রায়েল-রাজ দায়ূদের পুত্র শলোমনের সময়াবধি যিরূশালেমে এই প্রকার হয় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 তাই জেরুশালেমের সর্বত্র তখন খুশীর বন্যা কারণ ইস্রায়েলের রাজা, দায়ূদের পুত্র, শলোমনের সময় থেকে জেরুশালেমে এরকম কোনো উৎসব আর কখনও হয়নি। অধ্যায় দেখুন |