২ বংশাবলি 30:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 কেননা যাহারা আপনাদিগকে পবিত্র করে নাই, এমন অনেক লোক সমাজের মধ্যে ছিল; অতএব সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করণার্থে লেবীয়েরা অশুচি সকল লোকের জন্য নিস্তারপর্বের বলিদান কার্যে নিযুক্ত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 কেননা যারা নিজেদেরকে পবিত্র করে নি, এমন অনেক লোক সমাজে ছিল; অতএব মাবুদের উদ্দেশে পবিত্র করবার জন্য লেবীয়েরা নাপাক সব লোকের জন্য ঈদুল ফেসাখের কোরবানীর কাজে নিযুক্ত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 যেহেতু জনতার ভিড়ে অনেকেই ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করেননি, তাই প্রথাগতভাবে যারা শুচিশুদ্ধ ছিল না ও যারা তাদের আনা মেষশাবকগুলি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করতে পারেনি, তাদের হয়ে লেবীয়দেরই নিস্তারপর্বের মেষশাবকগুলি বধ করতে হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 বহুলোক আনুষ্ঠানিকভাবে শুচি না হওয়ায় তারা তারণোৎসবের মেষশাবক বলি দিতে পারল না, তাই লেবীয়রা তাদের হয়ে প্রভু পরমেশ্বরের কাছে মেষশাবক বলি উৎসর্গ করে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 কেননা যাহারা আপনাদিগকে পবিত্র করে নাই, এমন অনেক লোক সমাজের মধ্যে ছিল; অতএব সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করণার্থে লেবীয়েরা অশুচি সকল লোকের জন্য নিস্তারপর্ব্বের বলিঘাতনকার্য্যে নিযুক্ত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 উপস্থিত লোকদের মধ্যে অনেকেই ছিলেন যাঁরা এই পবিত্র সেবার কাজের জন্য নিজেদের প্রস্তুত করেন নি। এরকম লোকদের জন্য, লেবীয়রা নিস্তারপর্বের নৈবেদ্যটি বলিদান করলেন। অধ্যায় দেখুন |