২ বংশাবলি 30:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 তথাপি আশেরের, মনঃশির ও সবূলূনের অনেকগুলি লোক আপনাদিগকে অবনত করিয়া যিরূশালেমে আসিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তবুও আশেরের, মানশার ও সবূলূনের অনেক লোক নিজেদেরকে অবনত করে জেরুশালেমে এল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তা সত্ত্বেও, আশের, মনঃশি ও সবূলূন থেকে কেউ কেউ নিজেদের নত করল ও জেরুশালেমে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তাহলেও আশের, মনঃশি ও সবুলুন গোষ্ঠীর কিছু লোক জেরুশালেমে আসতে ইচ্ছুক ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তথাপি আশেরের, মনঃশির ও সবূলূনের অনেকগুলি লোক আপনাদিগকে অবনত করিয়া যিরূশালেমে আসিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তবে আশের মনঃশি ও সবূলূনের বিভিন্ন অঞ্চলের কিছু ব্যক্তি পরম দীনের মতো জেরুশালেমে এসে উপস্থিত হল। অধ্যায় দেখুন |