২ বংশাবলি 3:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 সেই দুইটি স্তম্ভ তিনি মন্দিরের সম্মুখে স্থাপন করিলেন, একটি দক্ষিণে ও অন্যটি বামে রাখিলেন, এবং যেটি দক্ষিণে, সেটির নাম যাখীন [তিনি স্থির করিবেন] ও যেটি বামে, সেটির নাম বোয়স [ইহাতেই বল] রাখিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 সেই দু’টি স্তম্ভ তিনি বায়তুল-মোকাদ্দসের সম্মুখে স্থাপন করলেন, একটা ডানে ও অন্যটা বামে রাখলেন এবং যেটি ডানে, সেটির নাম যাখীন (তিনি স্থির করবেন) ও যেটি বামে, সেটির নাম বোয়স (এতেই বল) রাখলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 মন্দিরের সামনের দিকে তিনি দুটি স্তম্ভ বসিয়ে দিলেন, একটি দক্ষিণ দিকে এবং অন্য একটি উত্তর দিকে। দক্ষিণ দিকের স্তম্ভটির নাম তিনি দিলেন যাখীন ও উত্তর দিকের স্তম্ভটির নাম দিলেন বোয়স। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 মন্দিরের সামনে প্রবেশ পথের দুধারে স্থাপিত দুটি স্তম্ভের মধ্যে দক্ষিণ দিকের স্তম্ভটির নাম রাখা হল ‘যাখিন' এবং উত্তর দিকের স্তম্ভটির নাম রাখা হল ‘বোয়াস'। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 সেই দুইটী স্তম্ভ তিনি মন্দিরের সম্মুখে স্থাপন করিলেন, একটা দক্ষিণে ও অন্যটা বামে রাখিলেন, এবং যেটী দক্ষিণে, সেটীর নাম যাখীন [তিনি স্থির করিবেন] ও যেটী বামে, সেটীর নাম বোয়স [ইহাতেই বল] রাখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 মন্দিরের সামনে ডানদিকে যে স্তম্ভটা বসানো হয়েছিল শলোমন তার নাম দিয়েছিলেন “যাখীন” এবং বাঁদিকের স্তম্ভটার নাম দেওয়া হয় “বোয়স।” অধ্যায় দেখুন |