২ বংশাবলি 29:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 যাজকেরা শুচি করণার্থে সদাপ্রভুর গৃহের ভিতরে গিয়া, সদাপ্রভুর মন্দিরের মধ্যে যে সকল অশৌচ পাইল, সেই সমস্ত বাহির করিয়া সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে আনিয়া ফেলিল; পরে লেবীয়েরা বাহিরে কিদ্রোণ স্রোতে লইয়া যাইবার জন্য তাহা সংগ্রহ করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 ইমামেরা পাক-পবিত্র করার জন্য মাবুদের গৃহের ভিতরে গিয়ে, মাবুদের বায়তুল-মোকাদ্দসের মধ্যে যেসব নাপাক জিনিস পেল, সেসব বের করে মাবুদের গৃহের প্রাঙ্গণে এনে ফেললো; পরে লেবীয়েরা বাইরে কিদ্রোণ স্রোতে নিয়ে যাবার জন্য তা সংগ্রহ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 সদাপ্রভুর পবিত্র পীঠস্থানটি শুচিশুদ্ধ করার জন্য যাজকেরা মন্দিরের ভিতরে গেলেন। সদাপ্রভুর মন্দিরের মধ্যে তারা যত অশুচি জিনিসপত্র দেখতে পেয়েছিলেন, সেসব তারা সদাপ্রভুর মন্দিরের উঠোনে বের করে এনেছিলেন। লেবীয়েরা সেগুলি সংগ্রহ করে বাইরে কিদ্রোণ উপত্যকায় বয়ে নিয়ে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 পুরোহিতেরা মন্দিরের মধ্যে গিয়ে প্রথা ও আনুষ্ঠানিকভাবে যা কিছু অশুচি জিনিস পেলেন, সমস্ত মন্দিরের প্রাঙ্গণে বার করে আনলেন। সেখান থেকে লেবীয়েরা সেগুলি নগরের বাইরে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 যাজকেরা শুচি করণার্থে সদাপ্রভুর গৃহের ভিতরে গিয়া, সদাপ্রভুর মন্দিরের মধ্যে যে সকল অশৌচ পাইল, সে সমস্ত বাহির করিয়া সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে আনিয়া ফেলিল; পরে লেবীয়েরা বাহিরে কিদ্রোণ স্রোতে লইয়া যাইবার জন্য তাহা সংগ্রহ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 যাজকরা প্রভুর মন্দিরের অভ্যন্তরভাগে গেলেন। তাঁরা মন্দিরের মধ্যে যে সমস্ত অশুচি জিনিসপত্র ছিল সে সমস্ত বার করে মন্দিরের উঠোনে আনলেন। তারপর লেবীয়রা সেসব কিদ্রোণ উপত্যকায় নিয়ে গেলেন এবং তার মধ্যে ফেলে দিলেন। অধ্যায় দেখুন |