২ বংশাবলি 27:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আর তিনি অম্মোন-সন্তানগণের রাজার সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে জয় করিলেন; তাহাতে অম্মোন-সন্তানগণ সেই বৎসরে তাঁহাকে একশত তালন্ত রৌপ্য, দশ সহস্র কোর গম ও দশ সহস্র [কোর] যব দিল; এবং দ্বিতীয় ও তৃতীয় বৎসরেও অম্মোন-সন্তানগণ তাঁহাকে তত দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর তিনি অম্মোনীয়দের বাদশাহ্র সঙ্গে যুদ্ধ করে তাদেরকে জয় করলেন; তাতে অম্মোনীয়রা সেই বছরে তাঁকে এক শত তালন্ত রূপা, দশ হাজার কোর গম ও দশ হাজার (কোর) যব দিল; এবং দ্বিতীয় ও তৃতীয় বছরের অম্মোনীয়রা তাঁকে একই পরিমাণ দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 অম্মোনীয়দের রাজার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যোথম তাদের পরাজিত করলেন। সেই বছর অম্মোনীয়েরা তাঁকে একশো তালন্ত রুপো, দশ হাজার কোর গম ও দশ হাজার কোর যব দিয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় বছরেও অম্মোনীয়েরা একই পরিমাণ জিনিসপত্র তাঁর কাছে এনে দিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তিনি আম্মোনরাজকে যুদ্ধে পরাজিত করেন এবং পর পর তিন বৎসর তিনি আম্মোনীদের একশো তালন্ত রূপো, দশ সহস্র কোর গম ও দশ সহস্র কোর যব দিতে বাধ্য করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর তিনি অম্মোন-সন্তানগণের রাজার সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে জয় করিলেন; তাহাতে অম্মোন-সন্তানগণ সেই বৎসরে তাঁহাকে এক শত তালন্ত রৌপ্য, দশ সহস্র কোর গোম ও দশ সহস্র [কোর] যব দিল; এবং দ্বিতীয় ও তৃতীয় বৎসরেও অম্মোন-সন্তানগণ তাঁহাকে তত দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করে তিনি যুদ্ধে অম্মোন-রাজকে পরাজিত করেন যার ফলস্বরূপ তিন বছর ধরে একটানা প্রত্যেক বছর অম্মোনীয়রা তাঁকে 3 3/4 টন রূপো, প্রায় 62,000 বুশেল গম ও যব নজরানা দিত। অধ্যায় দেখুন |