Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 24:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 আর যিহোয়াদা তাঁহার দুইটি বিবাহ দিলেন; আর তিনি পুত্রকন্যার জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 যিহোয়াদা তাঁর দু’টি বিয়ে দিলেন; আর তিনি পুত্র কন্যার জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 যিহোয়াদা যোয়াশের সাথে দুজন স্ত্রীর বিয়ে দিলেন, এবং তাঁর বেশ কয়েকটি ছেলেমেয়ে হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 যিহোয়াদা রাজা যোয়াশের সঙ্গে তাঁর মনোনীত দুটি কন্যার বিবাহ দেন। এঁদের গর্ভে রাজার অনেক পুত্র ও কন্যা জন্মগ্রহণ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর যিহোয়াদা তাঁহার দুইটী বিবাহ দিলেন; আর তিনি পুত্র কন্যার জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 যিহোয়াদা যোয়াশের দুটো বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর, রাজা যোয়াশের অনেকগুলি সন্তান হয়েছিল।

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 24:3
7 ক্রস রেফারেন্স  

পরে যিহোয়াদা বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া মরিলেন; মরণ-সময়ে তাঁহার একশত ত্রিশ বৎসর বয়স হইয়াছিল।


কিন্তু আমার দেশে, আমার জ্ঞাতিদের নিকটে গিয়া আমার পুত্র ইস্‌হাকের জন্য কন্যা আনিবে।


সে পারণ প্রান্তরে বসতি করিল। আর তাহার মাতা তাহার বিবাহার্থে মিসর দেশ হইতে এক কন্যা আনিল।


লেমক দুই জন স্ত্রী গ্রহণ করিল, এক স্ত্রীর নাম আদা ও অন্য জনের নাম সিল্লা।


যিহোয়াদা যাজকের সমস্ত জীবনকালে যোয়াশ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহাই করিতেন।


তৎপরে সদাপ্রভুর গৃহ সারাইতে যোয়াশের মনোরথ হইল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন