২ বংশাবলি 24:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 পরে তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৃহ ত্যাগ করিয়া আশেরা-মূর্তি ও নানা প্রতিমার পূজা করিতে লাগিল; আর তাহাদের এই দোষ প্রযুক্ত যিহূদার ও যিরূশালেমের উপরে ক্রোধ উপস্থিত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 পরে তারা তাদের পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদের গৃহ ত্যাগ করে আশেরা-মূর্তি ও নানা মূর্তির পূজা করতে লাগল; আর তাদের এই দোষের দরুন এহুদা ও জেরুশালেমের উপরে গজব নেমে আসল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর মন্দির পরিত্যক্ত করে রেখে, আশেরা-খুঁটির ও প্রতিমার পুজো করতে শুরু করল। তাদের এই অপরাধের কারণে ঈশ্বরের ক্রোধ যিহূদা ও জেরুশালেমের উপর নেমে এসেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 ফলে প্রজাবৃন্দ আবার প্রভু পরমেশ্বরের মন্দিরে গিয়ে তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বরের উপাসনা ত্যাগ করে অলীক প্রতিমা ও দেবী আশেরার পূজা আরম্ভ করল। তাদের এই সমস্ত পাপের জন্য যিহুদীয়া ও জেরুশালেমের উপর প্রভু পরমেশ্বরের ক্রোধ নেমে এল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পরে তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৃহ ত্যাগ করিয়া আশেরা-মুর্ত্তি ও নানা প্রতিমার পূজা করিতে লাগিল; আর তাহাদের এই দোষ প্রযুক্ত যিহূদার ও যিরূশালেমের উপরে ক্রোধ উপস্থিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 রাজা ও নেতারা, প্রভু তাঁদের পূর্বপুরুষদের ঈশ্বরের মন্দিরের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। পরিবর্তে, তারা আশেরার খুঁটি ও অন্যান্য ভ্রান্ত মূর্ত্তি পূজো শুরু করলেন। রাজা ও নেতাদের অপরাধের জন্য ঈশ্বর যিহূদা ও জেরুশালেমের লোকদের ওপর ক্রুদ্ধ হলেন। অধ্যায় দেখুন |