২ বংশাবলি 23:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 পরে সমস্ত লোক বালের গৃহে গিয়া তাহা ভাঙ্গিয়া ফেলিল, তাহার যজ্ঞবেদি ও প্রতিমা সকল চূর্ণ করিল, এবং বেদি সকলের সম্মুখে বালের যাজক মত্তনকে বধ করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 পরে সমস্ত লোক বালের মন্দিরে গিয়ে তা ভেঙে ফেললো, তার কোরবানগাহ্ ও সমস্ত মূর্তি চূর্ণ করলো এবং কোরবানগাহ্গুলোর সম্মুখে বালের পুরোহিত মত্তনকে হত্যা করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সব লোকজন বায়ালের মন্দিরে গিয়ে সেটি ভেঙে ফেলেছিল। তারা যজ্ঞবেদি ও প্রতিমার মূর্তিগুলিও পিষে গুঁড়িয়ে দিয়েছিল এবং বায়ালের পুজারী মত্তনকে সেই যজ্ঞবেদির সামনেই হত্যা করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তারা সকলে বেলদেবের মন্দিরে গিয়ে মন্দির ভেঙ্গে দিল। পূজার বেদী ও সমস্ত প্রতিমা ভেঙ্গে তছনছ করে দিল এবং বেলদেবের পুরোহিত মত্তনকে বেদীগুলির সামনে হত্যা করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে সমস্ত লোক বালের গৃহে গিয়া তাহা ভাঙ্গিয়া ফেলিল, তাহার যজ্ঞবেদি ও প্রতিমা সকল চূর্ণ করিল, এবং বেদি সকলের সম্মুখে বালের যাজক মত্তনকে বধ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 সবাই মিলে বালদেবতার মূর্ত্তি বসানো মন্দিরে গিয়ে, মন্দির ও সেখানকার বেদী ও মূর্ত্তি ভেঙ্গে টুকরো টুকরো করলো। বালদেবের বেদীর সামনে তারা বালদেবের পূজারী মত্তনকে হত্যা করলো। অধ্যায় দেখুন |