২ বংশাবলি 23:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 আর যিহোয়াদা আপনার এবং সমস্ত লোকের ও রাজার মধ্যে এক নিয়ম করিলেন, যেন তাহারা সদাপ্রভুর প্রজা হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর যিহোয়াদা তাঁর এবং সমস্ত লোক ও বাদশাহ্র মধ্যে একটি চুক্তি করলেন, যেন তারা মাবুদের লোক হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 যিহোয়াদা তখন এই নিয়ম স্থির করে দিলেন যে তিনি, প্রজারা ও রাজা স্বয়ং, সদাপ্রভুর প্রজা হয়েই থাকবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 পুরোহিত যিহোয়াদা রাজা যোয়াশ ও প্রজাদের সঙ্গে এক চুক্তিতে স্থির করলেন যে, তাঁরা সকলেই হবেন প্রভু পরমেশ্বরের প্রজা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর যিহোয়াদা আপনার এবং সমস্ত লোকের ও রাজার মধ্যে এক নিয়ম করিলেন, যেন তাহারা সদাপ্রভুর প্রজা হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 এরপর, যিহোয়াদা সমস্ত প্রজা ও রাজার সঙ্গে চুক্তি করলো। প্রত্যেকে প্রভুর বিশ্বস্ত সেবক হতে সম্মতি জানালো। অধ্যায় দেখুন |