২ বংশাবলি 23:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 পরে লোকেরা তাঁহার জন্য দুই পঙ্ক্তি হইয়া পথ ছাড়িলে সে রাজবাটীর অশ্বদ্বারের প্রবেশস্থানে গেল; সেই স্থানে তাহারা তাহাকে বধ করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 পরে লোকেরা তাঁর জন্য দুই শ্রেণী হয়ে পথ ছাড়লে সে রাজপ্রাসাদের অশ্ব-দ্বারের প্রবেশস্থানে গেল; সেই স্থানে তারা তাকে হত্যা করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তাই অথলিয়া যখন প্রাসাদের মাঠে, অশ্বদ্বারের প্রবেশদ্বারে পৌঁছেছিলেন, তখন তারা সেখানেই তাঁকে ধরে হত্যা করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তাঁরা তাঁকে বন্দী করে রাজপ্রাসাদের অশ্বদ্বার দিয়ে বাইরে নিয়ে গিয়ে হত্যা করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 পরে লোকেরা তাঁহার জন্য দুই পঙ্ক্তি হইয়া পথ ছাড়িলে সে রাজবাটীর অশ্বদ্বারের প্রবেশস্থানে গেল; সেই স্থানে তাহারা তাহাকে বধ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 রাজপ্রাসাদের অশ্বদ্বার পার হওয়া মাত্রই, সেনাবাহিনীর লোকরা অথলিয়াকে ধরে ফেললো এবং তাকে সেখানে হত্যা করলো। অধ্যায় দেখুন |