২ বংশাবলি 23:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আর লোকেরা দৌড়াদৌড়ি করিয়া রাজার প্রশংসা করিলে অথলিয়া সেই কোলাহল শুনিয়া সদাপ্রভুর গৃহে লোকদের নিকটে আসিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর লোকেরা দৌড়াদৌড়ি করে বাদশাহ্র প্রশংসা করলে অথলিয়া সেই কোলাহল শুনে মাবুদের গৃহে লোকদের কাছে এল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 অথলিয়া লোকজনের দৌড়াদৌড়ির ও রাজার উদ্দেশে হর্ষধ্বনির শব্দ শুনে সদাপ্রভুর মন্দিরে তাদের কাছে চলে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 রাণী অথলিয়া জনতার জয়ধ্বনি শুনে মন্দিরে জনতার মাঝখানে ছুটে এলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর লোকেরা দৌড়াদৌড়ি করিয়া রাজার প্রশংসা করিলে অথলিয়া সেই কোলাহল শুনিয়া সদাপ্রভুর গৃহে লোকদের নিকটে আসিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 এদিকে রাণী অথলিয়া মন্দিরে অনেক লোকের পদ শব্দ ও জয়ধ্বনি শুনে কি হয়েছে দেখতে প্রভুর মন্দিরে এলেন। অধ্যায় দেখুন |