২ বংশাবলি 23:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আর তিনি সমস্ত লোককে স্থাপন করিলেন, প্রত্যেক জন স্ব স্ব হস্তে অস্ত্র লইয়া গৃহের দক্ষিণ পার্শ্ব অবধি গৃহের বাম পার্শ্ব পর্যন্ত যজ্ঞবেদির ও গৃহের নিকটে রাজার চারিদিকে দাঁড়াইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর তিনি সমস্ত লোককে স্থাপন করলেন, প্রত্যেক জন নিজ নিজ হাতে অস্ত্র নিয়ে গৃহের ডান পাশ থেকে গৃহের বাম পাশ পর্যন্ত কোরবানগাহ্ ও গৃহের কাছে বাদশাহ্র চারদিকে দাঁড়ালো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 রাজার চারপাশে—যজ্ঞবেদির ও মন্দিরের কাছে, মন্দিরের দক্ষিণ দিক থেকে শুরু করে উত্তর দিক পর্যন্ত, সর্বত্র হাতে অস্ত্রশস্ত্র সমেত তিনি সব লোকজনকে মোতায়েন করে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 রাজাকে রক্ষা করার জন্য খোলা তরবারি হাতে লোকদের তিনি মন্দিরের চারিদিকে মোতায়েন করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আর তিনি সমস্ত লোককে স্থাপন করিলেন, প্রত্যেক জন স্ব স্ব হস্তে অস্ত্র লইয়া গৃহের দক্ষিণ পার্শ্ব অবধি গৃহের বাম পার্শ্ব পর্য্যন্ত যজ্ঞবেদির ও গৃহের নিকটে রাজার চারিদিকে দাঁড়াইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 এরপর যিহোয়াদা কাকে কোথায় দাঁড়াতে হবে বুঝিয়ে দিয়েছিলেন। সশস্ত্র প্রহরীরা মন্দিরের দক্ষিণদিক থেকে শুরু করে উত্তরদিক পর্যন্ত মন্দিরের কাছে, বেদীর পাশে আর রাজার চারপাশে দাঁড়িয়েছিল। অধ্যায় দেখুন |