২ বংশাবলি 22:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 পরে যেহূ যে সময়ে আহাব কুলকে দণ্ড দিতেছিলেন, সেই সময়ে তিনি যিহূদার অধ্যক্ষগণকে ও অহসিয়ের পরিচর্যাকারী তাঁহার ভ্রাতৃপুত্রগণকে পাইয়া বধ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পরে যেহূ যে সময়ে আহাব কুলকে দণ্ড দিচ্ছিলেন, সেই সময়ে তিনি এহুদার কর্মকর্তা ও অহসিয়ের পরিচর্যাকারী তাঁর ভাইয়ের পুত্রদেরকে পেয়ে হত্যা করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 যেহূ যখন আহাবের বংশকে দণ্ড দিচ্ছিলেন, তখন তিনি যিহূদার কয়েকজন কর্মকর্তাকে ও অহসিয়ের আত্মীয়স্বজনের ছেলেদের মধ্যে এমন কয়েকজনকে দেখতে পেয়েছিলেন, যারা অহসিয়ের সেবা করছিল, আর তিনি তাদের হত্যা করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 ঈশ্বরের দণ্ড বহন করে আনার সময় যেহু একদল যিহুদীয়ানিবাসী নেতা ও অহসিয়র ভাইপোদের দেখা পেযে সকলকে হত্যা করল। এরা সকলে অহসিয়র সঙ্গে এসেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে যেহূ যে সময়ে আহাব-কুলকে দণ্ড দিতেছিলেন, সেই সময়ে তিনি যিহূদার অধ্যক্ষগণকে ও অহসিয়ের পরিচর্য্যাকারী তাঁহার ভ্রাতৃপুত্রগণকে পাইয়া বধ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 আহাব বংশের সদস্যদের হত্যা করার পর তিনি যিহূদার নেতাদের এবং অহসিয়র আত্মীয়দের, যারা তাঁর সেবা করেছিল, তাদের খুঁজে বার করলেন। তাদের তিনি হত্যা করলেন। অধ্যায় দেখুন |