Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 2:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

2 আর শলোমন ভার বহিতে সত্তর সহস্র লোক, পর্বতে [কাষ্ঠাদি] ছেদন করিতে আশি সহস্র লোক ও তাহাদের অধ্যক্ষরূপে তিন সহস্র ছয়শত লোক নিযুক্ত করিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর সোলায়মান ভার বইতে সত্তর হাজার লোক, পর্বতে কাঠ কাটতে আশী হাজার লোক ও তাদের নেতা হিসেবে তিন হাজার ছয় শত লোক নিযুক্ত করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 70,000 জনকে ভারবহন করার ও 80,000 জনকে পাহাড়ে পাথর কাটার ও 3,600 জনকে তাদের উপর সর্দার-শ্রমিকরূপে তিনি বাধ্যতামূলকভাবে কাজে লাগলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তিনি সত্তর হাজার লোককে সাজসরঞ্জাম বহন করে আনার কাজে এবং আশী হাজার লোককে পার্বত্য অঞ্চলে পাথর কাটার কাজে নিযুক্ত করলেন। এদের কাজকর্ম দেখাশুনার কাজে নিযুক্ত করলেন তিন হাজার ছয় শত লোককে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর শলোমন ভার বহিতে সত্তর সহস্র লোক, পর্ব্বতে [কাষ্ঠাদি] ছেদন করিতে আশী সহস্র লোক ও তাহাদের অধ্যক্ষরূপে তিন সহস্র ছয় শত লোক নিযুক্ত করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 এই কাজের জন্য তিনি 70,000 শ্রমিক, 80,000 পাথর কাটা মিস্ত্রী ও এদের কাজের তদারকির জন্য 3600 জন তত্ত্বাবধায়ক নিয়োগ করেছিলেন।

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 2:2
4 ক্রস রেফারেন্স  

তাহাদের মধ্যে তিনি ভার বহিতে সত্তর সহস্র লোক, পর্বতে [কাষ্ঠাদি] ছেদন করিতে আশি সহস্র লোক ও লোকদিগকে কার্য করাইবার জন্য তিন সহস্র ছয়শত অধ্যক্ষ নিযুক্ত করিলেন।


অতএব অধ্যক্ষগণ তাহাদিগকে কহিলেন, উহারা জীবিত থাকুক; কিন্তু অধ্যক্ষগণের কথানুসারে তাহারা সমস্ত মণ্ডলীর নিমিত্ত কাষ্ঠছেদক ও জলবাহক হইল।


আর সোরের রাজা হীরম দায়ূদের জন্য এক বাটী নির্মাণার্থে তাঁহার নিকটে দূত এবং এরসকাষ্ঠ, ভাস্কর ও সূত্রধর পাঠাইলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন