২ বংশাবলি 2:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 এখন আমি হূরম-আবি নামক একজন জ্ঞানবান ও বুদ্ধিমান লোককে পাঠাইলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 এখন আমি হূরম-আবি নামক এক জন জ্ঞানবান ও বুদ্ধিমান লোককে পাঠালাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “আমি আপনার কাছে সেই হূরম-আবিকে পাঠাচ্ছি, যে যথেষ্ট দক্ষ এক লোক, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আমি আপনার কাছে একজন জ্ঞানী ও সুদক্ষ শিল্পী হুরমকে পাঠাচ্ছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 এখন আমি হূরম-আবি নামক এক জন জ্ঞানবান্ ও বুদ্ধিমান লোককে পাঠাইলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 আমি তোমার কাছে হূরম আবি নামে একজন দক্ষ কারিগর পাঠাবো। অধ্যায় দেখুন |
সে দান-বংশীয়া এক স্ত্রীর পুত্র, তাহার পিতা সোরের লোক; সে স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ, প্রস্তর ও কাষ্ঠ, এবং বেগুনে, নীল, মসীনা-সূত্রের ও রক্তবর্ণ সূত্রের কার্য করিতে তৎপর। আর সে সর্বপ্রকার খোদাই কার্য করিতে ও সর্ববিধ কল্পনার কার্য প্রস্তুত করিতে তৎপর। তাহাকে আপনার কার্যনিপুণ লোকদের সহিত এবং আপনার পিতা আমার প্রভু দায়ূদের কার্যনিপুণ লোকদের সহিত স্থান দেওয়া যাউক।