২ বংশাবলি 2:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 হূরম আরও কহিলেন, ধন্য সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, স্বর্গমর্ত্যের নির্মাণকর্তা, যিনি দায়ূদ রাজাকে সুক্ষ্মদর্শী ও বুদ্ধিমান এক বিজ্ঞ পুত্র দিয়াছেন, সেই পুত্র সদাপ্রভুর জন্য এক গৃহ ও আপন রাজ্যের জন্য এক গৃহ নির্মাণ করিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 হূরম আরও বললেন, মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্, বেহেশত ও দুনিয়ার নির্মাণকর্তা, যিনি বাদশাহ্ দাউদকে সুক্ষ্মদর্শী ও বুদ্ধিমান একটি বিজ্ঞ পুত্র দিয়েছেন, সেই পুত্র মাবুদের জন্য একটি গৃহ ও নিজের রাজ্যের জন্য একটি বাড়ি নির্মাণ করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 হীরম সাথে আরও বললেন: “ইস্রায়েলের সদাপ্রভু সেই ঈশ্বরের প্রশংসা হোক, যিনি স্বর্গ ও মর্ত্য তৈরি করেছেন! তিনি রাজা দাউদকে এমন এক বিচক্ষণ ছেলে দিয়েছেন, যিনি বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টিতে পরিপূর্ণ, এবং তিনিই সদাপ্রভুর জন্য এক মন্দির ও নিজের জন্য এক প্রাসাদ তৈরি করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 আকাশ ও পৃথিবীর স্রষ্টা প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মহিমা হোক! তিনি রাজা দাউদকে দান করেছেন এক পরমজ্ঞানী পুত্র, বিচক্ষণতায় ও নৈপুণ্যে অতুলনীয়। তিনি আজ প্রভু পরমেশ্বরের জন্য একটি মন্দির ও নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 হূরম আরও কহিলেন, ধন্য সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, স্বর্গমর্ত্ত্যের নির্ম্মাণকর্ত্তা, যিনি দায়ূদ রাজাকে সূক্ষ্মদর্শী ও বুদ্ধিমান এক বিজ্ঞ পুত্র দিয়াছেন, সেই পুত্র সদাপ্রভুর জন্য এক গৃহ ও আপন রাজ্যের জন্য এক গৃহ নির্ম্মাণ করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের মহিমা কীর্ত্তিত হোক্ যিনি স্বর্গ ও পৃথিবী বানিয়েছেন এবং রাজা দায়ূদকে একটি সুসন্তান দিয়েছেন। শলোমন তোমার প্রজ্ঞা ও বোধ আছে এবং তুমি প্রভুর জন্য একটি মন্দির আর তোমার নিজের জন্য একটি প্রাসাদ তৈরী করছ। অধ্যায় দেখুন |