২ বংশাবলি 2:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 পরে সোরের রাজা হূরম শলোমনের কাছে এই উত্তর লিখিয়া পাঠাইলেন, সদাপ্রভু আপন প্রজাদিগকে প্রেম করেন, এই জন্য তাহাদের উপরে আপনাকে রাজা করিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 পরে টায়ারের বাদশাহ্ হূরম সোলায়মানের কাছে এই উত্তর লিখে পাঠালেন, মাবুদ তাঁর নিজের লোকদেরকে মহব্বত করেন, এজন্য তাদের উপরে আপনাকে বাদশাহ্ করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 সোরের রাজা হীরম শলোমনের কাছে চিঠি পাঠিয়ে এর উত্তর দিলেন: “সদাপ্রভু যেহেতু তাঁর প্রজাদের ভালোবাসেন, তাই তিনি আপনাকে তাদের রাজা করেছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 রাজা হীরাম এর উত্তরে শলোমনকে একটি চিঠি পাঠালেন। তিনি লিখলেন, প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের ভালবাসেন বলেই আপনাকে তাদের রাজা করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পরে সোরের রাজা হূরম শলোমনের কাছে এই উত্তর লিখিয়া পাঠাইলেন, সদাপ্রভু আপন প্রজাদিগকে প্রেম করেন, এই জন্য তাহাদের উপরে আপনাকে রাজা করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 হূরম শলোমনকে বলে পাঠালেন, “শলোমন, প্রভু তাঁর লোকদের ভালোবাসেন বলেই তিনি তোমাকে তাদের রাজা করেছেন। অধ্যায় দেখুন |