২ বংশাবলি 13:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 তথাপি দায়ূদের পুত্র শলোমনের দাস যে নবাটের পুত্র যারবিয়াম, সেই ব্যক্তি উঠিয়া আপন প্রভুর বিদ্রোহী হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তবুও দাউদের পুত্র সোলায়মানের গোলাম যে নবাটের পুত্র ইয়ারাবিম, সেই ব্যক্তি তাঁর প্রভুর বিদ্রোহী হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 অথচ নবাটের ছেলে যারবিয়াম, যে কি না দাউদের ছেলে শলোমনের সামান্য এক কর্মচারী ছিল, সে তার মনিবের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 নবাতের পুত্র যারবিয়াম তাঁর রাজা শলোমনের বিরুদ্ধে বিদ্রোহচারণ করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তথাপি দায়ূদের পুত্র শলোমনের দাস যে নবাটের পুত্র যারবিয়াম, সে ব্যক্তি উঠিয়া আপন প্রভুর বিদ্রোহী হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 কিন্তু নবাটের পুত্র যারবিয়াম তাঁর প্রকৃত রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। যারবিয়াম আসলে দায়ূদের পুত্র শলোমনের অধীনস্থ একজন ভৃত্য ছিল। অধ্যায় দেখুন |