২ বংশাবলি 13:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 অবিয়ের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত, সমস্ত ক্রিয়া ও কথা ইদ্দো ভাববাদীর ব্যাখ্যান-গ্রন্থে লিখিত আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 অবিয়ের অবশিষ্ট কাজের বৃত্তান্ত, সমস্ত কাজ ও কথা ইদ্দো নবীর ইতিহাস-গ্রন্থে লেখা আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 অবিয়ের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন ও যা যা বললেন, সেসব ভাববাদী ইদ্দোর টীকারচনায় লেখা আছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 অবিয় সম্পর্কে আরও বাকী কাহিনী, তাঁর কথা ও তাঁর কার্যবিবরণী নবী ইদ্দোর ইতিহাস গ্রন্থে নিখিত আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 অবিয়ের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, সমস্ত ক্রিয়া ও কথা ইদ্দো ভাববাদীর ব্যাখ্যান-গ্রন্থে লিখিত আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 অবিয় যা কিছু করেছিলেন এবং যেরকম ব্যবহার করেছিলেন তা ভাববাদী ইদ্দোরের লেখা কাহিনী থেকে জানতে পারা যায়। অধ্যায় দেখুন |