২ বংশাবলি 12:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর তিনি যিহূদার প্রাচীরবেষ্টিত নগর সকল হস্তগত করিয়া যিরূশালেম পর্যন্ত আসিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর তিনি এহুদার প্রাচীর বেষ্টিত সকল নগর অধিকার করে জেরুশালেম পর্যন্ত আসলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তিনি যিহূদার সুরক্ষিত নগরগুলি দখল করে নিয়েছিলেন ও জেরুশালেম পর্যন্ত পৌঁছে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তিনি যিহুদীয়ার দুর্গবেষ্টিত শহরগুলি অধিকার করে জেরুশালেমের দিকে অগ্রসর হলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর তিনি যিহূদার প্রাচীরবেষ্টিত নগর সকল হস্তগত করিয়া যিরূশালেম পর্য্যন্ত আসিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 জেরুশালেমে এসে উপস্থিত না হওয়া পর্যন্ত শীশক যিহূদার সমস্ত দূর্গ নগরীগুলি দখল করতে লাগলেন। অধ্যায় দেখুন |