২ বংশাবলি 10:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আপনার পিতা আমাদের উপর দুঃসহ জোঁয়ালি দিয়াছেন; অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন দাস্যকর্ম ও ভারী জোঁয়ালি চাপাইয়াছেন, আপনি তাহা লঘু করুন, করিলে আমরা আপনার দাসত্ব করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আপনার পিতা আমাদের উপর দুঃসহ যোঁয়াল চাপিয়ে দিয়েছেন, অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন গোলামীর কাজ ও ভারী যোঁয়াল চাপিয়েছেন, আপনি তা লঘু করুন; তা করলে আমরা আপনার গোলামী করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 “আপনার বাবা আমাদের উপর এক ভারী জোয়াল চাপিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনি সেই কঠোর পরিশ্রম ও ভারী জোয়ালের ভার লঘু করে দিন, যা আপনার বাবা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, আর আমরাও আপনার সেবা করব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আপনার পিতা আমাদের উপরে দুরূহ বোঝা চাপিয়ে দিয়ে গেছেন। আপনি যদি এই বোঝা হালকা করে দেন, তাহলে আমরা আপনার অনুগত প্রজা হয়ে থাকব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আপনার পিতা আমাদের উপর দুঃসহ যোঁয়ালি দিয়াছেন; অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন দাস্যকর্ম্ম ও ভারী যোঁয়ালি চাপাইয়াছেন, আপনি তাহা লঘু করুন, করিলে আমরা আপনার দাসত্ব করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “মহারাজ, আপনার পিতার জন্য আমাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল। এখন আপনি দয়া করে সেই বোঝা কিছুটা হাল্কা করলে আমরা আপনার জন্য কাজ-কর্ম করতে পারি।” অধ্যায় দেখুন |