Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ বংশাবলি 10:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 লোকেরা দূত পাঠাইয়া তাঁহাকে ডাকিয়া আনিল; আর যারবিয়াম ও সমস্ত ইস্রায়েল রহবিয়ামের কাছে আসিয়া এই কথা কহিলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 লোকেরা দূত পাঠিয়ে তাঁকে ডেকে আনলো; আর ইয়ারাবিম ও সমস্ত ইসরাইল রহবিয়ামের কাছে এসে এই কথা বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তাই তারা লোক পাঠিয়ে যারবিয়ামকে ডেকে এনেছিল, এবং তিনি ও সমগ্র ইস্রায়েল রহবিয়ামের কাছে গিয়ে তাঁকে বললেন:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 উত্তরাঞ্চলের লোকেরা তাঁকে ডেকে পাঠালেন এবং নিজেরা সদলবলে রহবিয়ামের কাছে গিয়ে বললেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 লোকেরা দূত পাঠাইয়া তাঁহাকে ডাকিয়া আনিল; আর যারবিয়াম ও সমস্ত ইস্রায়েল-রহবিয়ামের কাছে আসিয়া এই কথা কহিলেন,

অধ্যায় দেখুন কপি




২ বংশাবলি 10:3
3 ক্রস রেফারেন্স  

আর লোকেরা দূত পাঠাইয়া তাঁহাকে ডাকিয়া আনিল;] তখন যারবিয়াম ও সমস্ত ইস্রায়েল-সমাজ রহবিয়ামের কাছে আসিয়া এই কথা কহিলেন,


আর যখন নবাটের পুত্র যারবিয়াম এই বিষয় শুনিলেন, [কারণ তিনি মিসরে ছিলেন, শলোমন রাজার সম্মুখ হইতে তথায় পলাইয়া গিয়াছিলেন], তখন যারবিয়াম মিসর হইতে ফিরিয়া আসিলেন।


আপনার পিতা আমাদের উপর দুঃসহ জোঁয়ালি দিয়াছেন; অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন দাস্যকর্ম ও ভারী জোঁয়ালি চাপাইয়াছেন, আপনি তাহা লঘু করুন, করিলে আমরা আপনার দাসত্ব করিব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন