২ বংশাবলি 10:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আর যখন নবাটের পুত্র যারবিয়াম এই বিষয় শুনিলেন, [কারণ তিনি মিসরে ছিলেন, শলোমন রাজার সম্মুখ হইতে তথায় পলাইয়া গিয়াছিলেন], তখন যারবিয়াম মিসর হইতে ফিরিয়া আসিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আর যখন নবাটের পুত্র ইয়ারাবিম এই বিষয় শুনলেন, (কারণ তিনি মিসরে ছিলেন, বাদশাহ্ সোলায়মানের সম্মুখ থেকে সেখানে পালিয়ে গিয়েছিলেন), তখন যাববিয়াম মিসর থেকে ফিরে আসলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 নবাটের ছেলে যারবিয়াম যখন সেকথা শুনলেন (রাজা শলোমনের কাছ থেকে পালিয়ে তিনি সেই যে মিশরে চলে গেলেন, তিনি সেখানেই ছিলেন), তখন তিনি মিশর থেকে ফিরে এলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 নবাটের পুত্র যারবিয়াম এই সংবাদ পেয়ে মিশর থেকে ফিরে এলেন। রাজা শলোমনের ভয়ে তিনি মিশরে পালিয়ে গিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর যখন নবাটের পুত্র যারবিয়াম এই বিষয় শুনিলেন, (কারণ তিনি মিসরে ছিলেন, শলোমন রাজার সম্মুখ হইতে তথায় পলাইয়া গিয়াছিলেন), তখন যারবিয়াম মিসর হইতে ফিরিয়া আসিলেন। অধ্যায় দেখুন |