২ পিতর 2:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আর অনেকে তাহাদের স্বৈরাচারের অনুগামী হইবে; তাহাদের কারণে সত্যের পথ নিন্দিত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আর অনেকে লমপটতার অনুগামী হবে; তাদের কারণে সত্যের পথ নিন্দিত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 বহু মানুষই তাদের ঘৃণ্য আচরণের অনুসারী হবে; আর তাদের জন্য সত্যের পথ নিন্দিত করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 অনেকে তাদের কবলে পড়ে ভ্রষ্টাচারী হবে এবং এদেরই জন্য সত্য পথ নিন্দিত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর অনেকে তাহাদের স্বৈরাচারের অনুগামী হইবে; তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তারা যে সমস্ত মন্দ বিষয়ে লিপ্ত, বহুলোক সেই বিষয়গুলিতে তাদের অনুসরণ করবে। ঐ লোকদের প্ররোচনায় বহুলোক সত্যের পথের বিষয়ে নিন্দা করবে। অধ্যায় দেখুন |