২ তীমথিয় 4:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 তুমি শীতকালের পূর্বে আসিতে যত্ন করিও। ঊবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভ্রাতা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তুমি শীতকালের আগে আসতে চেষ্টা করো। ঊবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভাইয়েরা তোমাকে সালাম জানাচ্ছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তুমি শীতকালের আগেই এখানে আসার জন্য যথাসাধ্য চেষ্টা কোরো। উবুল, পুদেন্স্, লীন, ক্লডিয়া এবং ভাইবোনেরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 শীতকালের আগেই তুমি আমার কাছে আসতে চেষ্টা করো। ইউবোলাস, পুডেন্স, লিনাস, ক্লডিয়া ও অন্যান্য ভাইয়েরা তোমাদের শুভেচ্ছা জানিয়েছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তুমি শীতকালের পূর্ব্বে আসিতে যত্ন করিও। ঊবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভ্রাতা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তুমি শীতকালের আগে অবশ্যই আসার চেষ্টা করো। উবুল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া ও এখানকার সমস্ত ভাই ও বোনেরা তোমায় শুভেচ্ছা জানাচ্ছেন। অধ্যায় দেখুন |