২ তীমথিয় 1:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কেননা আল্লাহ্ আমাদেরকে ভীরুতার রূহ্ দেন নি, কিন্তু শক্তির, মহব্বতের ও সুবুদ্ধির রূহ্ দিয়েছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 কারণ ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু দিয়েছেন পরাক্রম, প্রেম ও সুবুদ্ধির আত্মা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কারণ ঈশ্বরের দেওয়া এই আত্মিক শক্তি আমাদের ভীরু হতে দেয় না বরং আমাদের হৃদয়ে সাহস, ভালবাসা এবং সংযম সঞ্চারিত করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেন নি। ঈশ্বর আমাদের পরাক্রম, প্রেম ও আত্মসংযমের আত্মা দিয়েছেন। অধ্যায় দেখুন |