Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 9:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 যেমন লেখা আছে, “সে ছড়াইয়া দিয়াছে, দরিদ্রদিগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা চিরস্থায়ী।”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 যেমন লেখা আছে, “সে বিতরণ করেছে, দরিদ্রদের দান করেছে, তার ধার্মিকতা চিরস্থায়ী।”

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 যেমন লেখা আছে: “সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে, তার ধার্মিকতা চিরস্থায়ী।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 শাস্ত্রে যেমন লেখা আছেঃ সে উদার হাতে বিলিয়ে দেয় দীনহীনকে, তার পুণ্য চিরস্থায়ী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 যেমন লেখা আছে, “সে ছড়াইয়া দিয়াছে, দরিদ্রদিগকে দান করিয়াছে, তাহার ধার্ম্মিকতা চিরস্থায়ী।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 যেমন শাস্ত্রে লেখা আছে: “ধার্মিক দরিদ্রকে মুক্ত হস্তে দান করে; তার সেই সত্‌কাজ চিরস্থায়ী।”

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 9:9
8 ক্রস রেফারেন্স  

সে বিতরণ করিয়াছে, দরিদ্রদিগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী; তাহার শৃঙ্গ গৌরবে উন্নত হইবে।


তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী।


যে ধার্মিকতার ও দয়ার অনুগামী হয়, সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়।


কেননা কীটে তাহাদিগকে বস্ত্রের ন্যায় খাইয়া ফেলিবে, ও কৃমিরা তাহাদিগকে মেষলোমের ন্যায় খাইয়া ফেলিবে; কিন্তু আমার ধর্মশীলতা অনন্তকাল ও আমার পরিত্রাণ পুরুষানুক্রমে থাকিবে।


আমার কাছে রহিয়াছে ঐশ্বর্য ও সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্মিকতা।


আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ।


আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন